ঢাকা, ২৯ নভেম্বর - আজ (শুক্রবার) মুক্তি পেয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র ইন্দুবালা ও ন ডরাই। আরও মুক্তি পেয়েছে কলকাতার জনপ্রিয় নায়ক দেব অভিনীত চলচ্চিত্র পাসওয়ার্ড। শুরু হচ্ছে বাংলাদেশের দুই সিনেমার সঙ্গে কলকাতার নায়ক দেবের লড়াই। সার্ফিং নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ন ডরাই মুক্তি পেয়েছ ৮ টি সিনেমা হলে।ছবিটি যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, ধানমন্ডি ও মহাখালী শাখায়। আরও দেখা যাবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, ময়মনসিংহের ছায়বাণী ও বগুড়ার মম ইন-এ। তানিম রহমান অংশু পরিচালিত ন ডরাই চলচ্চিত্রটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। ন ডরাই চলচ্চিত্রের মূল চরিত্র আয়েশার ভূমিকায় অভিনয় করেছেন নবাগত সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে ব্যপক প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এদিকে জয় সরকার পরিচালিত ইন্দুবালা সিনেমায় আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন নবাগত পায়েল। এ ছাড়া অভিনয় করেছেন আশিক চৌধুরী, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনুর। ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা। প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া। ঢাকার বলাকা, অভিসার, আনন্দ, জোনাকী, পুরবী সিনেমাহলে চলছে ছবিটি। আরও চম্পাকলি (টংগী), পৃথিবী (জয়পুরহাট), মডার্ণ (দিনাজপুর), শঙ্খ (খুলনা), মাধবী (মধুপুর), সেভেনস্টার সিনেপ্লাস (আত্রাই) চলছে ছবিটি। নির্মাতা জয় সরকার বলেন, দর্শক গল্পনির্ভর দেশি চলচ্চিত্র পছন্দ করেন। আমাদের ছবিতে যেমন সুন্দর একটি গল্প রয়েছে, তেমনি রয়েছে শিল্পীদের ভালো অভিনয়। আশা করি, দর্শক ছবিটি দেখে পছন্দ করবেন। আর ডিজিটাল দুনিয়ায় গল্প নিয়ে নির্মিত হয়েছে দেবের পাসওয়ার্ড। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রাইভেট লিমিটেড প্রযোজিত এ সিনেমা গত ২ অক্টোবর কলকাতায় মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন কমলেশ্বর মুখার্জি। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেল। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব, পরমব্রত চ্যাটার্জি, পাওলি দাম, রুক্মিণী মৈত্র, আদৃত রায়। সারা দেশের ৩২টি সিনেসা হল মুক্তি পেয়েছে পাসওয়ার্ড। সিনেমাটি দেখা যাবে ঢাকার চিত্রামহল, মধুমিতা, বি.জি.বি, এশিয়া, পুনম, গীত, সেনা সিনেমা হলগুলোতে। আর চলবে নিউ গুলশান (জিন্জিরা), রানীমহল (ডেমরা), চাঁদমহল (কাঁচপুর), বর্ষা (জয়দেবপুর), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), সিনেমাপ্যালেস (চট্টগ্রাম), আলমাস (চট্টগ্রাম), রুপকথা (পাবনা), চন্দ্রিমা (শ্রীপুর), শাপলা (রংপুর), সেনা অডিঃ (সাভার ক্যান্ট), সেনা অডিঃ (ময়মনসিংহ), আনন্দ (কুলিয়ারচর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), নন্দিতা (সিলেট), বি.জি.বি (সিলেট), মানুষী (কিশোরগঞ্জ), মুক্তি (ঢাকা), সংঙ্গীতা(খুলনা), লিবাটি(খুলনা), রাজিয়া(নগরপুর), ছন্দা(কালিগন্জ), শাহীন(বল্লা বাজার) ও রাজু (ঈশ্বরদী) হলে। গত ২৬ নভেম্বর ছবিটির প্রচারণা উপলক্ষে ঢাকায় এসেছিলেন চিত্রনায়ক দেব। ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন। তারপর বিচার করুন ছবিটি ভালো না খারাপ। এন এইচ, ২৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DsQ8sI
November 29, 2019 at 09:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top