কলকাতা, ১৯ নভেম্বর- কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। ঐতিহ্যবাহী এই টেস্টের প্রথম তিন দিনের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে গেছে। আগ্রহী অনেক সমর্থক হন্যে হয়ে টিকিট খুঁজছেন। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে খারাপ লাগছে। কিন্তু টিকিট যদি বিক্রি হয়ে যায়, তাহলে তো আসন সংখ্যা বাড়ানো যাবে না। টেস্ট শুরুর আগেই প্রথম তিনদিনের টিকিট সব বিক্রি হয়ে গেছে। শুনে ভালোই লাগছে। ইডেন টেস্ট নিয়ে সৌরভ বলেন, এবারের ইডেন টেস্ট একটা বড় পরীক্ষা। কারণ, এটা উপমহাদেশের প্রথম গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট হবে। কোনো একটা জায়গা থেকে তো শুরু করতে হবে। টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে এই পদক্ষেপের প্রয়োজন ছিল। প্রসঙ্গত, ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় ইন্দোর ইনিংস ও ১৩০ রানে হারে টাইগাররা। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/332dAay
November 19, 2019 at 04:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top