মুম্বাই, ০৯ নভেম্বর - সুখের সময় তোমার পেছনে থাকব আর দুঃখের সময় এগিয়ে আসব তোমার পাশে। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা বাহিনীর সর্দার সেনাপতি সদাশিব রাও ভাউয়ের দ্বিতীয় স্ত্রী পার্বতী বাইয়ের সংলাপ। পানিপথ ছবির ট্রেলারের এই সংলাপটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ছবিতে পার্বতী বাইয়ের চরিত্রে অভিনয় করেছেন কৃতি স্যানন। আর সেনাপতি সদাশিব রাও ভাউয়ের চরিত্রে আছেন অর্জুন কাপুর। ছবির চমক আহমদ শাহ আবদালি চরিত্রটি। যেখানে ভয়ংকর এক যোদ্ধা হিসেবে হাজির হবেন সঞ্জয় দত্ত। পানিপথের তৃতীয় যুদ্ধের গল্প নিয়ে পানিপথ ছবিটি তৈরি করেছেন পরিচালক আশুতোষ গোয়ারিকর। সেই যুদ্ধে আফগানিস্তানের সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই হয়েছিল মারাঠা সেনাদের। ১৭৬১ সালের ১৪ জানুয়ারি পানিপথে (বর্তমানে হরিয়ানা) যে যুদ্ধ হয়েছিল, তা আঠারো শতকের অন্যতম স্মরণীয় যুদ্ধ। সেই যুদ্ধের গল্পটাই দেখানো হবে সিনেমাতে। বেশ উৎসাহ জাগিয়ে ৪ নভেম্বর প্রকাশ হয় পানিপথ ছবির ট্রেলার। ছবিটি কতটা আগ্রহে রয়েছে দর্শকের সেটা আঁচ করা যাচ্ছে এর ট্রেলারের জনপ্রিয়তা দেখে। প্রকাশের মাত্র ৫ দিনেই ট্রেলারটিতে চোখ রেখেছেন ৩ কোটিরও বেশি দর্শক। ট্রেলারের আগে চমক দিয়েছিলো এই ছবির প্রধান তিন চরিত্রের ফার্স্ট লুক। সেখানে দেখা গেছে অর্জুন কাপুরের মাথায় ভারী শিরস্ত্রাণ আর শরীর বর্মে ঢাকা। নিজের ফার্স্ট লুক শেয়ার করে তিনি লিখেছেন, সাহসিকতা হলো আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে দাঁড়ানো। আপনি যদি একা হন, তাও! আহমেদ শাহ আবদালি চরিত্রে মাথায় ভারী শিরস্ত্রাণ, মুখভর্তি লম্বা দাঁড়ি আর কাজলপরা চোখে সঞ্জয় দত্তও যেন অনন্য। সঞ্জয় দত্ত নিজের এই লুক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, যেখানে তার ছায়া পড়ে, সেখানেই মৃত্যু। অন্যদিকে শাড়ি আর ভারী গয়নায় সেজেছেন পার্বতী বাই কৃতি শ্যানন। নিজের লুক শেয়ার করে তিনি লিখেছেন, পার্বতী বাই একজন সত্যিকারের রানি। তার কোনো মুকুটের প্রয়োজন হয়নি। আসছে ৬ ডিসেম্বর মুক্তি পাবে পানিপথ। তার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারেন এর ট্রেলারে : এন এইচ, ০৯ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NSAziV
November 09, 2019 at 09:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন