কলকাতা, ১৪ নভেম্বর - কলকাতায় আয়োজিত ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশের চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফসহ ভারতের ছোট ও বড় পর্দার আটজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সংবর্ধনা দিয়েছে উৎসব কমিটি। তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে পুষ্পস্তবক, শাল এবং সম্মাননা স্মারক। এই ৮ কিংবদন্তি হলেননাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত এবং বাংলাদেশের নাসির উদ্দীন ইউসুফ। এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় নন্দন চত্বরের একতারা মঞ্চে। অনুষ্ঠানের নাম দেওয়া হয় ডানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও সোহিনী সেনগুপ্ত। সম্মাননা পাওয়া বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে উপহার তুলে দেন পরিচালক গৌতম ঘোষ এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতিসচিব বিবেক কুমার। এ সময় আরও উপস্থিত ছিলেন ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান চিত্র পরিচালক রাজ চক্রবর্তীসহ চলচ্চিত্র তারকারা। এন এইচ, ১৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NK39UE
November 14, 2019 at 11:19AM
14 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top