ক্যানবেরা, ১৫ নভেম্বর - প্রায় অর্ধযুগ পর দেশের ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ বিশ লিগে ফিরছেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ। ২০২০ সালে বিগ ব্যাশের আসন্ন মৌসুমে নিজের প্রাক্তন দল সিডনি সিক্সার্সের হয়েই খেলবেন স্মিথ। বিগ ব্যাশে সবশেষ ২০১৪ সালের আসরে খেলেছিলেন স্মিথ। প্রায় ছয় বছর ২০২০ সালের আসরে আবার খেলবেন স্মিথ। তবে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না তিনি। ভারত সফরের কারণে বিগ ব্যাশের শুরুর অনেকটাই মিস করবেন স্মিথ। ওয়ানডে সিরিজ শেষ করে সিডনি সিক্সার্সে যোগ দেয়ার পর লিগপর্বের ২-৩টি ম্যাচ পেতে পারেন তিনি। এরপর তার দল পরের রাউন্ডে গেলে, সেখানের সব ম্যাচই খেলতে পারবেন স্মিথ। বিগ ব্যাশে স্মিথের প্রত্যাবর্তনী ম্যাচের প্রতিপক্ষ হতে পারে মেলবোর্ড স্টারস। আগামী ২০ জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচটি খেলবে সিডনি সিক্সার্স। তবে এই ম্যাচে না হলেও ২৩ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে নিশ্চিতভাবেই খেলবেন তিনি। এরপর ২৫ জানুয়ারি লিগপর্বের শেষ ম্যাচে ২৫ জানুয়ারি মেলবোর্ড রেনেগেডসের মুখোমুখি হবে স্মিথের সিডনি সিক্সার্স। বিগ ব্যাশের প্রথম আসর থেকেই সিডনি সিক্সার্সে খেলেছেন স্মিথ। ২০১১-১২ মৌসুমের সে আসরে সিডনিকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত সিডনি সিক্সার্সের হয়ে ২৬টি ম্যাচ খেলেছেন স্মিথ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QkTtSn
November 15, 2019 at 09:45AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন