ঢাকা, ২৫ নভেম্বর- এসএ গেমস বাস্কেটবল ক্যাম্পের নারী খেলোয়াড় তাসফিয়া চৌধুরীকে থাপ্পড় দেয়ার অভিযোগে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কোচ সবুজ মিয়াকে। আজ (সোমবার) বিওএর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা সভায় বসে এ সিদ্ধান্ত নিয়েছেন। সভা শেষে বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার জানিয়েছেন, আমরা বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনকে নির্দেশ দিয়েছি তিনদিনের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অভিযুক্ত কোচ সবুজ মিয়াকে কোচিং দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। উল্লেখ্য, এসএ গেমসের প্রস্তুতির অংশ হিসেবে নারী বাস্কেটবল দল কলকাতা গিয়েছিল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। তখন ক্যাম্পের কোচ সবুজ মিয়া কাসফিয়াকে থাপ্পড় মেরেছেন বলে ওই নারী খেলোয়াড় অভিযোগ করেছেন। যে কারণে তিনি এসএ গেমসের ক্যাম্প ত্যাগ করে বাসায় ফিরে গেছেন। আজ সোমবার কাসফিয়া চৌধুরী, তার বাবা এবং কোচ সবুজ মিয়াকে ডেকেছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। সবার কথা শুনে এই সিদ্ধান্ত নিয়েছে বিওএ। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34vX8kk
November 25, 2019 at 07:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top