হাঁফ ছেড়ে বাঁচলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়কের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরীক্ষাও দিয়েছিলেন। তাতে মুক্তি মিলল অভিযোগ থেকে। আজ (শুক্রবার) উইলিয়ামসনকে সুখবর দিয়েছে আইসিসি। আইসিসি জানিয়েছে, পরীক্ষার পর উইলিয়ামসনের বোলিং অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়েনি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বোলিং শুরু করতে পারবেন কিউই অফস্পিনার। গত বছরের আগস্টে গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর উইলিয়ামসনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেন আম্পায়াররা। তাদের সন্দেহ হয়, বোলিংয়ের সময় আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙছেন কিউই অধিনায়ক। নিয়মমতো গত ১১ অক্টোবর লাফবোরোর আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং পরীক্ষা দেন উইলিয়ামসন। যাচাই বাছাই ও পর্যবেক্ষণে সেই বোলিং পরীক্ষায় কোনো ত্রুটি ধরা পড়েনি। এবারই নয়, এর আগে ২০১৪ সালে একবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল উইলিয়ামসনের। অ্যাকশন পরিবর্তন করার পর সে বছরেরই শেষদিকে আবারও বোলিংয়ের অনুমতি পান। কিউই দলের এই পার্টটাইম অফস্পিনার বর্তমানে নিতম্বের ইনজুরিতে ভুগছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাই তিনি দলে নেই। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36mNaDn
November 01, 2019 at 12:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top