কলকাতা, ২৭ নভেম্বর - টেস্ট সিরিজ খুবই বাজে কেটেছে বাংলাদেশের। দুই টেস্টেই ইনিংস পরাজয়ের লজ্জায় শেষ হয়েছে। টাইগার দলের ক্রিকেটাররা ভারতে এমন এক সিরিজ শেষ করে একসঙ্গে দেশে ফেরেননি, আলাদা আলাদা করে আসছেন। কয়েকজন দেশে চলে এসেছেন। লিটন দাস, নাইম হাসান, মুশফিকুর রহীমসহ কয়েকজন রয়ে গেছেন ভারতেই। এর মধ্যে নাইম হাসান আটকে গেছেন ভিসা জটিলতায়। লিটন আর মুশফিক ব্যক্তিগত কারণে রয়ে গেছেন কলকাতা। লিটন দাসের তো মাঠের বাইরের অবসর সময়টা দুর্দান্ত কাটছে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সেভাবে ঘুরোঘুরি করার সময় হয়নি। কলকাতায় তাই সময়টা উপভোগ করার সুযোগ মিস করেননি টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। মঙ্গলবার স্ত্রী সঞ্চিতা দাসকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান লিটন। তারপর শপিং, কেনাকাটা করেছেন কলকাতায়। শপিংয়ের সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লিটন নিজেই। বৃহস্পতিবার সস্ত্রীক দেশে ফেরার কথা রয়েছে লিটনের। ভিসা জটিলতা কাটলে বুধবারই ফিরবেন নাইম হাসান। তবে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াই করা মুশফিকুর রহীম ফিরবেন আরও কয়েকদিন পর। তিনিও স্ত্রী নিয়ে কলকাতায় রয়েছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DniFQw
November 27, 2019 at 01:43PM
27 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top