কলকাতা, ০৭ নভেম্বর - উপনির্বাচন, অযোধ্যা মামলার রায় এবং পুরভোটএই তিনের প্রেক্ষাপটে দলের অবস্থান সংগঠনের সর্বস্তরে পৌঁছে দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার তৃণমূল ভবনে জরুরি বৈঠকে বসেছেন তিনি৷ এই বৈঠকে দলের সব বিধায়ক, সাংসদ এবং জেলা পরিষদের কর্মকর্তাদের ডাকা হয়েছে। বেলা ১২টা নাগাদ প্রথম বৈঠকটি শুরু হয়েছে৷ সেই বৈঠকে দলের তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের বিধায়করা আছেন৷ বেলা তিনটে তৃণমূল ভবনেই আরও একটি বৈঠক হবে৷ সেখানে সব বিধায়ক, মন্ত্রিসভার সদস্য এবং সংসদের দুই কক্ষের তৃণমূল সদস্যরা থাকবেন। সেখানেই ডাকা হয়েছে তৃণমূলের জেলা পরিষদের জনপ্রতিনিধিদের। দুটি পর্বেই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ১৭ নভেম্বরের মধ্যে অযোধ্যা মামলার রায় ঘোষণা হবে। দেশজুড়ে সেই রায়কে ঘিরে জটিল আবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। এ রাজ্যে বিজেপি ইতিমধ্যেই এনআরসি ইস্যুকে সামনে রেখে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এরকম একটা সময়ে অযোধ্যা মামলার রায়ের মতো স্পর্শকাতর প্রসঙ্গকে সামনে রেখে গেরুয়া শিবির বিভাজনকে উস্কে দেওয়ার চেষ্টা চালাবে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হিসেবে একদিকে মমতা যেমন দিতে চাইছেন প্রশাসনিক সতর্কবার্তা, তেমনই আবার সুপ্রিমো হিসেবে সংগঠনকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে সবকিছুর থেকেও আজকের বৈঠকে বড় চমক হয়ে দাঁড়াতে পারে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন। তৃণমূল সূত্রের খবর, বেহালা পূর্বের বিধায়ককে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসবেন বলেও ইতিবাচক বার্তা দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ মহলে। আজকে যদি শোভন চট্টোপাধ্যায় বৈঠকে যোগ দেন তাহলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের বড়সড় চর্চার বিষয় হয়ে দাঁড়াবে। সূত্রের খবর, এদিনই দলে কাননের প্রত্যাবর্তনে পাকাপাকিভাবে সিমোহর দিতে পারেন দিদি৷ সূত্র : কলকাতা২৪ এন এইচ, ০৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2X1CdmF
November 07, 2019 at 02:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন