নয়া দিল্লী, ০৩ নভেম্বর- জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিব আল হাসানকে সবধরনের ক্রিকেটে দুই বছর নিষিদ্ধ করেছে আইসিসি। অবশ্য তিনি দায় স্বীকার করে নেয়ায় এক বছরনিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে। তাকে ছাড়াই কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ক্রিকেট বোদ্ধারা বলছেন, দলের সেরা তারকাকে ছাড়া প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলা মোটেও সহজ হবে না টাইগারদের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নয়া প্রেসিডেন্ট বলছেন ভিন্ন কথা। তার মতে, সাকিবকে ছাড়াই মানিয়ে নেবে বাংলাদেশ। সৌরভের কথায়, আমার মনে হয় না, সাকিব না থাকায় বাংলাদেশের বিশেষ সমস্যা হবে। তাকে ছাড়াও তারা ভালো দল। এ টিমে অনেক ভালো খেলোয়াড় আছে। ওরা ঠিকই মানিয়ে নেবে। গেল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছে। গোলাপি বলের এ খেলায় দুই দলেরই প্রধান সমস্যা হয়ে দাঁড়াতে পারে শিশির। সৌরভ অবশ্য আশ্বস্ত করেছেন, শিশির নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন তারা। দাদা বলেন, শিশির কোনো সমস্যার সৃষ্টি করবে না। আমরা নিশ্চিত একটা উপায় বের করে ফেলব। উল্লেখিত সময়ে এর আগে ইডেনে দিবারাত্রির ওয়ানডে ম্যাচও হয়েছে। শিশির নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা স্প্রে ব্যবহার করব। গেল কিছুদিন ধরে বিভিন্ন ইস্যুতে টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটারদের ধর্মঘট,পরিপ্রেক্ষিকে বিসিবির রেষারেষি, সবশেষ সাকিবের নিষেধাজ্ঞা-সব মিলিয়ে দেশের ক্রিকেটাকাশে দুর্যোগের ঘনঘটা।এমন পরিস্থিতিতেও শক্তিশালী টিম ইন্ডিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলতে রাজি হয়েছ এপার বাংলার দল। এজন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qdG1ES
November 03, 2019 at 05:14AM
03 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top