ইসলামাবাদ, ৯ নভেম্বর- সদ্য শেষ হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে অস্ট্রেলিয়া হারিয়েছে মাত্র তিনটি উইকেট। পাকিস্তানি বোলাররা যেমন অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিজেদের মেলে ধরতে পারেননি, তেমনি ব্যাটসম্যানরাও ছিলেন নিজেদের ছায়া হয়ে। পাকিস্তানের গ্রেট শোয়েব আখতারের মতে, জাতীয় দলে নিয়মিত খেললেও কিছু কিছু ব্যাটসম্যানের পরিপক্কতা এখনও আসেনি। তৃতীয় ও শেষ ম্যাচেও সহজ জয় পায় স্বাগতিক অস্ট্রেলিয়া। সফরকারী পাকিস্তানকে ১০ উইকেটে উড়িয়ে দেয় অজিরা। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারানোর পর শেষ ম্যাচেও জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দলটি। এই জয়ে ২-০ তে সিরিজ নিজেদের কাছে রেখে দেয় ওয়ার্নার-স্মিথ-স্টার্করা। পাকিস্তানের সাবেক গতিদানব শোয়েব আখতার উত্তরসূরিদের বাজে পারফরম্যান্সে বেশ হতাশা প্রকাশ করে জানান, আমি তাদের খেলা দেখে হতাশ। বিশেষ করে হতাশ টি-টোয়েন্টির অধিনায়ক বাবর আজমের জন্য। সে দারুণ খেলেছে কিন্তু সতীর্থরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। বাবরের মতো আর কেউই নিজেদের পরিপক্কতা দেখাতে পারেনি। বাবর দ্বিতীয় ম্যাচে ৩৮ বলে করেন ৫০ রান আর প্রথম ম্যাচে ৫৯ রানে অপরাজিত ছিলেন। এদিকে, ফখর জামান দুই ম্যাচে করেন ২ রান, মোহাম্মদ রিজওয়ান তিন ম্যাচে করেন ৪৫ রান আর হারিস সোহেল তিন ম্যাচে করেন ১৮ রান। শোয়েব আখতার তাদের সমালোচনা করে জানান, এই তিন ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে অনেক দিন ধরেই খেলছে। রিজওয়ান প্রথম ম্যাচে ভালো করলেও পরের দুই ম্যাচে হারিয়ে যায়। তারা আসলে পরিপক্ক হতে পারেনি। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের কাছ থেকে তাদের শেখা উচিৎ। এদিকে বোলারদের বাজে পারফর্মও হতাশ করেছে শোয়েব আখতারকে, মোহাম্মদ আমির চেষ্টা করেছে ভালো কিছু করতে, কিন্তু সফল হয়নি। আর মোহাম্মদ ইরফান এখনও নিজেকে পুরোপুরি ফিরে পায়নি। তার বামপায়ের (ফুটওয়ার্ক) সমস্যা থেকেই গেছে। ইরফানকে আরেকবার নেওয়ার আগে টিম ম্যানেজমেন্টের আরও চিন্তা করা উচিৎ। আর/০৮:১৪/০৮ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36Mrjp9
November 09, 2019 at 10:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top