ঢাকা, ৩ নভেম্বর- টাইগারদের খেলা দেখতে ভারত গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার সংস্থাটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও নির্বাচক হাবিবুল বাশার সুমনকে নিয়ে একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আগামীকাল ৩ নভেম্বর সন্ধ্যায় দিল্লিতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। বিসিবি বস যখন ফ্লাইটে ওঠেন তখন তার সঙ্গে দেখা হয় বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স ফোরামের সদস্যদের। পরে পাপনের সঙ্গে ছবি তুলে রাখেন বাংলাদেশের ক্রিকেটের এই একনিষ্ঠ সমর্থকরা। বিসিবি সভাপতিও তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। আর/০৮:১৪/০৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PD1Fgu
November 03, 2019 at 08:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top