কলকাতা, ০৭ নভেম্বর - সম্প্রতি মিথিলা ও ফাহমির ব্যক্তিগত কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুকে তাদের নিয়ে শুরু হয় সমালোচনা। নেটিজনদের দৌঁড়ঝাপে রীতিমত বিরক্ত হন এই দুই তারকা। বিরক্তির মাত্রা এতোটাই তীব্র যে এক পর্যায়ে আইনের আশ্রয় নিয়েছেন দুজনে। তবে পাশে পেয়েছেন শোবিজ জগতের বেশ কিছু তারকাকে। এবার নতুনভাবে পাশে পেলেন ভারতের পরিচালক সৃজিত মুখার্জিকে। এরই মধ্যে এবার মিথিলার স্বপক্ষে বক্তব্য দিয়েছেন সৃজিত। তিনি বলেন, এটি গুরুতর অপরাধমূলক কাজ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। এই কাজ যে করেছে তাকে আটক করা উচিৎ। এই পরিস্থিতি মিথিলা যেভাবে সামাল দিচ্ছেন তা অনুকরণীয়। ফেসবুকে তার দীপ্তিমান বক্তব্য, আমাকে তার জন্য আরো বেশি গর্বিত করেছে। এন এইচ, ০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PTX3mj
November 07, 2019 at 08:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top