ঢাকা, ২৯ নভেম্বর- আধুনিক বাংলা গানের এক কিংবদন্তী শিল্পী ও সুরের রাজকুমার সুবীর নন্দী। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি গেয়েছেন প্রায় আড়াই হাজারেরও বেশি গান। চলতি বছরের ৭মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় চির বিদায় নিয়ে চলে যান তিনি। আগামীকাল এ কিংবদন্তির জন্মদিন। তিনি উপস্থিত না থাকলেও তার জন্মদিন নানা আয়োজনের মাধ্যমে পালিত হবে। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে গানে গানে সকাল শুরু অনুষ্ঠানে সুবীর নন্দীর গান নিয়ে হাজির হবেন তিনি শিল্পী। তারা হচ্ছেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী, কোনাল ও ইমরান। সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। এতে সুবীর নন্দীর গাওয়া গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন তিন তারা।এর মধ্যে রয়েছে পাখিরে তুই, ওই রাত ডাকে, কত যে তোমাকে ভেসেছি ভালো, ও আমার ওরাল পঙ্খী রে ,তোমারই পরশে, বন্ধু হতে চেয়ে তোমার, এক যে ছিলো সোনার কন্যাসহ জনপ্রিয় গানগুলো। এন কে / ২৯ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OwTTE4
November 29, 2019 at 01:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন