মুম্বাই, ০৩ নভেম্বর - বলিউডের মুকুটহীন বাদশা শাহরুখ খান। ১ নভেম্বর ছিলো তার ৫৪তম জন্মদিন। এদিনকে ঘিরে যেন উৎসব নেমে এসেছিলো বলিউডে। প্রযোজক, পরিচালক, তারকারা তাদের ভালোবাসামাখা শুভেচ্ছায় সিক্ত করেছেন শাহরুখকে। তবে সবার থেকে এগিয়ে থাকলেন বন্ধু সালমান খান। বলিউড ভাইজান একদল নায়িকা সঙ্গে নিয়ে পালন করলেন কিং খানের জন্মদিন। শাহরুখকে শুভেচ্ছা জানাতে সালমান ফোন করছিলেন। কিন্তু এসআরকে নাকি তার ফোনই ধরেননি! এমনটাই দাবি সালমানের। তাই বলে অর্জুনকে জন্মদিনে করণ শুভেচ্ছা জানাবেন না, তা হয় নাকি? শাহরুখের স্টাইলেই তাকে হ্যাপি বার্থডে-র শুভকামনা জানালেন সাল্লু ভাই। এসময় সঙ্গে ছিলেন সোনাক্ষি সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ, সোহেল খানসহ আরও অনেকেই। সবাইকে সঙ্গে নিয়ে বার্থডে সং গেয়ে উইশ করলেন বলিউডের বেতাজ বাদশাকে। ভিডিও করে সেটা শেয়ারও করেছেন ইনস্টাগ্রামে। গোটা ভিডিওটাতেই শাহরুখের দুই হাত বাড়ানো সিগনেচার স্টেপ অনুকরণ করতে দেখা গেল সালমানকে। ক্যাপশনে সালমান লিখেছেন, শুভ জন্মদিন খান সাহেব। আমাদের ইন্ডাস্ট্রির কিং খান... শাহরুখ কেন ধরেননি সালমানের ফোন, তা নিয়েও অনুযোগ করেছেন তিনি। মজার ছলেই বলেছেন, ফোন তো উঠা লেতা মেরা। সালমানের ওই বক্তব্যকে সমর্থন করে আবার পাশে দাঁড়ানো সোনাক্ষিকে বলতে শোনা গিয়েছে ভেরি ব্যাড। ফোন কেন ধরেননি এসআরকে তার জবাব না দিলেও বন্ধুর শুভেচ্ছা পেয়ে আনন্দিত তিনি। ভাইজান অ্যান্ড গ্যাং-এর সেই শুভেচ্ছা ভিডিওতে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। লিখেছেন, তোমায় আজ অনেক মিস করেছি ভাই। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সালমান হায়দরাবাদে। সে কথা উল্লেখ করে শাহরুখ আরও লেখেন, তাড়াতাড়ি ফিরে এসো। তোমার থেকে বার্থডে হাগ পাওনা রয়েছে আমার। দেখুন সালমানের ভিডিও : View this post on Instagram Happy bday khan Saab. . Hamare industry ka king khan @iamsrk A post shared by Chulbul Pandey (@beingsalmankhan) on Nov 2, 2019 at 12:38pm PDT এন এইচ, ০৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pAITvz
November 03, 2019 at 08:58AM
03 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top