ঢাকা, ১৪ নভেম্বর- ১০ বছর আগে খেলেছেন নিজের ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট। শুধু টেস্ট নয়, বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকেও। এখন শুধু খেলেন ওয়ানডে ফরম্যাটে। এই ফরম্যাটেও আগামী মে-জুনের আগে বাংলাদেশের খেলা নেই। তাই বলা যায় মাশরাফি বিন মর্তুজার হাতে বেশ ফাঁকা সময়। আর এই ফাঁকা সময়ই কাজে লাগাতে চেয়েছিল স্টার স্পোর্টস। দিবারাত্রির এই টেস্টে বাংলায় ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল মাশরাফি বিন মর্তুজাকে। তবে স্টার স্পোর্টসের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই ব্যাপারে মাশরাফি জানিয়েছেন, আমাকে গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দিতে বলা হয়েছিল। কিন্তু আমি আগ্রহী হইনি। ওদেরকে না বলে দিয়েছি। ধারাভাষ্য না দিলেও ঐতিহাসিক এই টেস্ট স্বচক্ষে দেখা মিস করছেন না মাশরাফি। ইডেনের গ্যালারিতে দেখা যাবে তাকে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দেখতে যাওয়ার ব্যাপারটিও নিশ্চিত করেছেন তিনি, এই ম্যাচটি দেখার ইচ্ছা আছে। আশা করি, খেলার সময় আমি কলকাতাতেই থাকব। যত দূর জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেই কলকাতা টেস্টে যাচ্ছেন তিনি। এই টেস্টকে ঘিরে অবশ্য বাংলাদেশের সাবেক ক্রিকেটারদেরও মিলনমেলা বসবে ইডেনে। কারণ ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকেই আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। তাতে সাড়া দিয়ে বেশির ভাগ সদস্যই যাচ্ছেন সেখানে। আর/০৮:১৪/১৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Qhqyi1
November 14, 2019 at 09:15AM
14 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top