মুম্বাই, ০২ নভেম্বর - বয়সকে কিছুতেই পাত্তা দিতে চাইছেন না যেন বলিউের তিন খান। তারা পঞ্চাশের কোটা পেরিয়েও এখনও চিরসবুজ। কাজ করে যাচ্ছেন যে কোনো তরুণের চেয়ে অনেক বেশি উদ্যমে। সাফল্যও পাচ্ছেন। আর তাদের গ্ল্যামারের টানে উঠতি যুবতীরাও মায়ায় আচ্ছন্ন। বলিউডে এখনো কোনো মেয়ে পা রাখলে স্বপ্ন দেখেন শাহরুখ, সালমান ও আমিরের নায়িকা হওয়ার। তিন নায়কও তেমন। একের পর এক তরুণীদের সঙ্গে রোমান্স করে যাচ্ছেন পর্দায়। সেই তালিকায় এবার সালমান সঙ্গে নিলেন দিশা পাটানিকে। এর আগে এই দুই তারকা একটি আইটেম গানে একসঙ্গে পারফর্ম করেছেন। এবার তারা পুরো সিনেমাতেই রোমান্স করবেন। প্রভুদেবা নির্মাণ করতে যাচ্ছেন রাধে নামের ছবি। আসছে বছরের কোরবানি ঈদে এটি মুক্তি পাবে। সম্প্রত শুরু হয়েছে ছবিটির শুটিং। সেখানে সালমানের বিপরীতে শুটিং করছেন তার চেয়ে ২৬ বছরের ছোট গ্ল্যামারাস নায়িকা দিশা। প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সালমান-দিশা। ইনস্টাগ্রামে পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন চুলবুল পাণ্ডে। সালমান এবং দিশা ছাড়াও ওই ছবিতে থাকবেন জ্যাকি শ্রফ, রণদীপ হুডা প্রমুখ। ছবিটি নিয়ে দিশার যেমন উচ্ছ্বাস আছে তেমনি সালমানও বেশ আশাবাদী। এদিকে সালমান-সোনাক্ষি অভিনীত দাবাং ৩ মুক্তি পেতে চলেছে আসছে ২০ ডিসেম্বর। এন এইচ, ০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/339f7N7
November 02, 2019 at 02:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top