রাজকোট, ০৬ নভেম্বর - জুয়াড়ির তথ্য গোপন করায় কিছুদিন আগে আইসিসির ১ বছরের নিষেধাজ্ঞায় মাঠের বাইরে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অপরদিকে সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে ভারত সফরে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দলের দুই স্তম্ভকে ছাড়াই দিল্লীতে ৭ উইকেটে ভারতকে পরাজিত করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটিকে নিয়ে দারুণ আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ভারতে রাজকোটে গণমাধ্যমকে নান্নু বলেন, কারো জন্য কেউ অপেক্ষা করে না। যে যখন সুযোগ পায় তখন ভালো ক্রিকেট খেলতে হবে এবং প্রতিষ্ঠিত হতে হবে। যদিও এই জয়টিকে সেরা মানতে নারাজ তিনি। গত বিশ্বকাপের আগ মুহূর্তে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও সাকিবকে ছাড়াই জিতে যায় বাংলাদেশ। নান্নু স্মৃতিচারণ করলেন সেই ম্যাচটির, আয়ারল্যান্ডে সাকিব কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে পারেনি। সেখানেও জিতেছি। এখন এটা মাথায় নেয়া উচিত না যে কে খেলছে না বা কে খেলছে। এটি বড় কোনো ব্যপারও নয়। যেদিন যে সুযোগ পাবে, ওটা যেন কাজে লাগায়। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32rwU0U
November 06, 2019 at 10:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top