ক্যানবেরা, ০১ নভেম্বর - বল টেম্পারিং কাণ্ডে এক বছর সাজা কাটিয়ে খেলেছেন বিশ্বকাপেও। তবে নিজের ঘরের মাঠে খেললেন এবারই প্রথম। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। আর এই এক সিরিজেই রেকর্ডবুকে তোলপাড় করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। গত রোববার অ্যাডিলেইডে সিরিজের প্রথম ম্যাচে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান ওয়ার্নার। অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে। সিরিজের পরের দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে অপরাজিত ৬০ ও ৫৭ রানের ইনিংস। অর্থাৎ তিন ম্যাচে অসীম গড়ে ২১৭ রান করেছেন ওয়ার্নার। কেননা একবারও যে আউট হননি তিনি। আর এর মাধ্যমে বিশ্বের প্রথম ওপেনার হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটিতেও আউট না হওয়ার রেকর্ড গড়েছেন ওয়ার্নার। তার আগে কেউই পারেননি এ কীর্তি গড়তে। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে ৫০ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে বেশ কিছু মাইলফলকে পৌঁছেছেন তিনি। আজকের ম্যাচে ৩৭ রানে থাকা অবস্থায় প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রানের রেকর্ডে পৌঁছেছেন তিনি। সবমিলিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড গড়েছেন তিনি। তার ৯০০০র বেশি রান করা বাকিরা হলেন ক্রিস গেইল (১৩০৫১), ব্রেন্ডন ম্যাককালাম (৯৯২২), কাইরন পোলার্ড (৯৭৮০) এবং শোয়েব মালিক (৯১২০)। এছাড়া একই ইনিংসে তিনি যখন ৪৯ রানে পৌঁছান তখন প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে গড়েন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রানের রেকর্ড। তার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০র বেশি রান করেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, মার্টিন গাপটিল, শোয়েব মালিক এবং ব্রেন্ডন ম্যাককালাম। সিরিজের শেষ ম্যাচটিতে ৫৭ রান করার পথে ১টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার। এই ছক্কার মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। অসিদের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার মাটিতে ১০৫টি ছক্কা হাঁকিয়েছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34gP7PK
November 01, 2019 at 03:38PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.