ঢাকা, ২০ নভেম্বর - অফিসে চার বোতল টাকিলা বিদেশি মদ রাখার অপরাধে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আজ বুধবার (২০ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান পাঁচ হাজার টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। তেজগাঁও থানার আদালতের কর্মকর্তা তোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে অসিফের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্তকারি কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল। চলতি বছরের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় এ মামলাটি করেন। মামলার অভিযোগে বাদি উল্লেখ করেন, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভূক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করি। গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়। লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখায় তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিল এর ২৪ (ক) ধারায় এ মামলাটি করি। এন এইচ, ২০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Xw0xwV
November 20, 2019 at 08:34AM
20 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top