কলকাতা, ০৬ নভেম্বর - বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আসন্ন ২০২০ সালের আসরের খেলোয়াড়দের কলকাতাতেই। আগামী ১৯ ডিসেম্বর ওই নিলাম অনুষ্ঠিত হবে, মুম্বাইয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাধারণত প্রতিবছর এপ্রিল-মে মাসে এই আইপিএল পর্ব অনুষ্ঠিত হয়। তবে এবারই প্রথম কলকাতায় আইপিএলের আসন্ন আসরের জন্যে খেলোয়াড়দের নিলাম হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে রোমাঞ্চিত কলকাতা। পাশাপাশি কলকাতা হল শাহরুখ খানের সহ-মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠ, তাই বাড়তি উৎসাহ রয়েছে নাইট রাইডার্স শিবিরেও। মুম্বাইয়ের বৈঠকের পর নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলেন, আইপিএল নিলাম আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে। আইপিএল ২০১৯-এর জন্য ফ্র্যাঞ্চাইজিদের প্রত্যেককে ৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিলো, তবে আইপিএল ২০২০-তে ওই বরাদ্দ বাড়িয়ে দল প্রতি ৮৫ কোটি টাকা করা হয়েছে। গত আইপিএল থেকেই এই নিয়ম চালু হয়েছে যে প্রয়োজনে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তাদের ওই বরাদ্দকৃত অর্থ তো পাবেই, পাশাপাশি গত নিলাম থেকে তাদের কিটিগুলিতে থাকা ব্যালেন্স ছাড়াও তিন কোটি টাকা অতিরিক্ত বাজেট রাখতে পারবে। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে বেশি ব্যালেন্স ৮.২ কোটি টাকা রয়েছে, তারপরে রাজস্থান রয়্যালসের ব্যালেন্স রয়েছে ৭.১৫ কোটি টাকা এবং কলকাতা নাইট রাইডার্সের ৬.০৫ কোটি টাকা ব্যালেন্স রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলি ভেঙে ফেলার আগে এটিই শেষ নিলাম হতে চলেছে। ২০২১ সাল থেকে একটি মেগা নিলামে নতুন দল গঠন করা হবে। আইপিএল ২০২০ নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে যে তহবিল সঞ্চিত রয়েছে তা হলো, চেন্নাই সুপার কিংস ৩.২ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস ৭.৭ কোটি টাকা, কিংস ইলেভেন পাঞ্জাব ৩.৭ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স ৬.০৫ কোটি টাকা, মুম্বাই ইন্ডিয়ান্স ৩.৫৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালস ৭.১৫ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১.৮০ কোটি টাকা, এবং সানরাইজার্স হায়দরাবাদ ৫.৩০ কোটি টাকা। সূত্র : আমাদের সময় এন এইচ, ০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CiOObi
November 06, 2019 at 07:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top