নয়া দিল্লী, ০৫ নভেম্বর- ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে বড় অবদান রাখেন মুশফিকুর রহিম। তার ৪৩ বলের অপরাজিত ৬০ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। টাইগারদের এই জয়ে অবদান রাখা মুশফিকুর রহিমের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ। ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বলেছেন, মুশফিকুর রহিমের খেলা দেখে আমার মহেন্দ্র সিং ধোনির কথা মনে হয়েছে। ঠাণ্ডা মাথায় কি চমৎকার ফিনিশিং। রোববার নয়াদিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে শফিউল ইসলামের গতি আর আমিনুল ইসলামের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ৬ উইকেটে ১৪৮ রানে ইনিংস থামায় স্বাগতিক ভারত। জবাবে মুশফিকুর রিহমের অনবদ্য ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ দল। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NBiRAk
November 05, 2019 at 05:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top