ইন্দোর, ১৪ নভেম্বর - ঘরের মাঠে আড়াইশ উইকেট নেয়ার কৃতিত্ব খুবই বিরল। সে কৃতিত্বটা ছুঁতে মাত্র এক উইকেট দুরে ছিলেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অবশেষে আজ বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হককে বোল্ড করে সেই গৌরবে নাম লিখে ফেললেন ভারতীয় এই স্পিনার। নিজের দেশ ভারতের মাটিতে ২৪৯ উইকেট নিয়ে আজ ইন্দোরে বালাদেশের বিপক্ষে খেলতে নামেন অশ্বিন। ইনিংসে চার নম্বর বোলার হিসেবে তার হাতে বুল তুলে দেন অধিনায়ক বিরাট কোহলি। বল হাতে মায়াবি ঘূর্ণিতে তিনি বিপর্যস্ত করে তোলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। যার ধারাবাহিকতায় মুমিনুলকে বোর্ল্ড করে তুলে নেন ক্যারিয়ারের ৩৫৮তম এবং ঘরের মাঠে ২৫০তম উইকেট। এরপর তার বলেই তিনবার ক্যাচ মিস করেন আজিঙ্কা রাহানে। দুবার মুশফিকুর রহীমের এবং একবার মাহমুদউল্লাহ রিয়াদের। শেষ দিকে এসে মাহমুদউল্লাহর উইকেট নেন তিনি। ১৬ ওভার বল করে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন অশ্বিন। ক্যাচগুলো না ছাড়লে তার উইকেট হতো ৫টি। ঘরের মাঠে ৪২ ম্যাচে ২৫০ উইকেট নেন অশ্বিন। তার সমান উচ্চতায় আগেউ উঠে বসেছিলেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। তিনিও ঘরের মাঠে ২৫০ উইকেট নিয়েছিলেন ৪২ টেস্ট খেলে। অশ্বিন মোট টেস্ট খেলেছেন ৬৮টি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QkDZ0v
November 14, 2019 at 11:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন