কলকাতা, ২২ নভেম্বর - কলকাতার ইডেন গার্ডেনসে নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচে টস জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। ভারতীয় অধিনায়ক কোহলি জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাট করতেন। যার ফলে টসের সিদ্ধান্তে মনস্তাত্ত্বিক জয় পেয়েছে বাংলাদেশ দলই। বাংলাদেশের মতো ভারতের জন্যও এটিই প্রথম গোলাপি বলের দিবারাত্রির টেস্ট। তবে ভারতীয় স্কোয়াডে থাকা মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, হানুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ত, ইশান্ত শর্মা ও কুলদ্বীপ যাদবের আগেই দিবারাত্রি ঘরোয়া চারদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডে থাকা কেউই এর আগে খেলেননি দিবারাত্রির টেস্ট ম্যাচ। ফলে পুরোপুরি নতুন চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্য। বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, নাইম হাসান, আবু জায়েদ রাহী, আল আমিন হোসেন ও এবাদত হোসেন। ভারত একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদভ ও মোহাম্মদ শামি। Bangladesh have won the toss and will bat first in the #PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/LCTkWZ6bKM BCCI (@BCCI) November 22, 2019 সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qCVPkZ
November 22, 2019 at 09:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top