বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি বলেছেন, আমরা দুইজন (নেইমার-আমি) একসঙ্গে খেললে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারব। দুই বছরের মধ্যে আমি চলে যাব এবং নেইমার বার্সেলোনায় আমার জায়গায় খেলবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এমনটাই জানিয়েছে। শুধু মেসি একা নন, নেইমারকে বার্সেলোনায় ফেরাতে উন্মুখ ছিলেন লুইস সুয়ারেজও। তিনজনের সম্মিলিত ফ্রন্টলাইন এমএসএন ছিল একসময়ের সবচেয়ে বিধ্বংসী আক্রমণভাগ। ২০১৫ সালে এই ত্রয়ীর অসামান্য পারফরম্যান্সের জোরেই জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে বার্লিনে ইউরোপসেরার উৎসব করেছিল বার্সেলোনা। গত গ্রীষ্মে নেইমারকে ফেরানোর জন্য বার্সেলোনা আদা-জল খেয়ে মাঠে নেমেছিল। ব্যক্তিগতভাবে চেষ্টার কোনো কমতি রাখেননি লিওনেল মেসিও। অন্যদিকে পিএসজি ছাড়তে মরিয়া নেইমার তো পারলে নিজের পকেটের টাকা খরচ করে হলেও ফিরতেন। কিন্তু কারও প্রচেষ্টাই কাজে লাগেনি। আর/০৮:১৪/২৭ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37GGwbO
November 27, 2019 at 04:39AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন