নয়া দিল্লী, ৩০ নভেম্বর- একটি টুইট করে শচীন টেন্ডুলকার জানিয়েছেন, তাঁর ছেলে ও মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্ট চলছে। এই ঘটনায় তিনি টুইটার ইন্ডিয়াকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। ২০১৮ সালের জুন মাসের দিকে শচীনপুত্র অর্জুন টেন্ডুলকারের নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়। বর্তমানে সেই অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা তিন হাজারের বেশি।। অর্জুন টেন্ডুলকারের নামে চলা সেই অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অথচ এতদিন পর শচীন জানাচ্ছেন, তার ছেলের টুইটারে নাকি কোনও অ্যাকাউন্ট নেই! এই ব্য়াপারে তিনি অনুরাগীদের সাবধান করে দিয়েছেন। শচীন টুইটে লেখেন, আপনাদের জানাতে চাই, আমার ছেলে অর্জুন কিংবা মেয়ে সারার কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। অথচ অর্জুনের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট-এর মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিদ্বেষমূলক পোস্ট করা হচ্ছে। টুইটার ইন্ডিয়াকে অনুরোধ করছি, যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/৩০ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2q4C2L3
November 30, 2019 at 09:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন