লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) ঘোষিত ২০১৯ সালের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে চারবার পুরস্কারটি জিতলেন ছোট ম্যাজিসিয়ান। এ দৌড়ে বেলজিয়ান প্লেমেকার কেভিন ডি ব্রইন ও এডেন হ্যাজার্ডকে যোজন যোজন পেছনে ফেলেছেন মেসি। এর আগে ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে এ অ্যাওয়ার্ড শোকেসে ভরেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের একসময়ের বার্সেলোনা সতীর্থ জাভি হার্নান্দেসও চারবার পুরস্কারটি জেতেন। বিশ্বের ৯০ দেশের ফুটবল বিশেষজ্ঞদের ভোটে বছরের সেরা প্লেমেকার বেছে নেয়া হয়। এবারও ব্যতিক্রম ঘটেনি। সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি তারকা ডি ব্রুইনের পয়েন্ট মাত্র ৮৫। অর্থাৎ বার্সা অধিনায়কের চেয়ে ২১৪ পয়েন্ট কম। গোল করানোয় ২০১৯ সালটা দারুণ ছিল মেসির। ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৭ গোলে অ্যাসিস্ট করেন তিনি। তার এ অবদান কাতালানদের লা লিগা শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জোর গুঞ্জন, ষষ্ঠবারের মতো ব্যালন ডিঅরও জিততে যাচ্ছেন মেসি। এর আগে আরেকটি পুরস্কার জিতলেন তিনি। স্বভাবতই ফুরফুরা মেজাজে থাকার কথা তার। সূত্র : যুগান্তর এন এইচ, ২৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qZF6IX
November 29, 2019 at 11:37AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top