ঢাকা, ১০ নভেম্বর - ঘরের মাঠে ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। ভারত সফরে থাকা জাতীয় দলের ৫ জন আছেন এই দলে। তারা হলেন-নাইম শেখ, আফিফ হোসেন, সৌম্য সরকার, আমিনুল ইসলাম বিপ্লব এবং আবু হায়দার রনি। তারা সবাই টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরবেন। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। যে গ্রুপে আছে শক্তিশালী ভারত। বাকি দুই দল হলো-হংকং আর সংযুক্ত আরব আমিরাত। এ গ্রুপের চার দল হলো-শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ওমান। ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ উদ্বোধনী দিন ১৪ নভেম্বরে। বিকেএসপির চার নাম্বার মাঠে এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হংকং। এরপরের দুই ম্যাচে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। বাংলাদেশ ইমার্জিং দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাইম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি, মাহাদি হাসান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K8PXqf
November 10, 2019 at 11:01AM
10 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top