নয়াদিল্লী, ০৪ নভেম্বর - আমাদের অবশ্যই চিন্তা থাকবে সিরিজ জয়ের। হয়তো দ্বিতীয় ম্যাচেই হয়ে যেতে পারে- রোববার রাতে ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে এ কথাগুলোই বলছিলেন বাংলাদেশের জয়ের নায়ক মুশফিকুর রহীম। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৭ উইকেটের দারুণ জয়ে সিরিজে লিড নেয়ার পর টাইগারদের এবারের লক্ষ্য সিরিজটি নিজের করে নেয়া। আর সে লক্ষ্যে আজ দুপুরেই দিল্লি ছেড়ে দ্বিতীয় টি-টোয়েন্টির শহর রাজকোট চলে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম নিশ্চিত করেছেন তথ্য। আজ (রোববার) ভারতীয় সময় বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) দিল্লি থেকে রাজকোটের উদ্দেশে রওনা হবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে পৌঁছতে সময় লেগে যাবে প্রায় দেড় ঘণ্টা। বাংলাদেশ সময় দুপুর ২টায় রাজকোট পৌঁছে আজ আর কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবে না বাংলাদেশ দল। তবে কেউ কেউ ব্যক্তিগত তাড়নায় অনুশীলন করতেও পারেন। এমনিতে দলগতভাবে আজকে কোনো অনুশীলন সেশন নেই। আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটের স্বরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2prVIs9
November 04, 2019 at 07:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top