রিয়াদ, ১৩ নভেম্বর- সৌদি আরবে মেয়েরা মাত্র ১৭ মাস আগে গাড়ি চালানোর অধিকার পেয়েছেন। তারপরেই দেশের রেসে নামা রীতিমতো বৈপ্লবিক। তবে সেই বিপ্লবের প্রথম হতে চান রীমা জুফালি। নিজের দেশে রেসট্র্যাকে বিপ্লব তৈরি করতে চলেছেন জুফালি। একটি বড় মাপের আন্তর্জাতিক রেস- জাগুয়ার আই পেস ই-ট্রফিতে। নভেম্বরের শেষে রিয়াদে এই রেস। সেখানে অংশ নিয়ে সবাইকে চমকে দিতে চান এই সৌদি নারী। রেসে নামার আগে রীমার উচ্ছ্বাস, অনেক ছেলেরা আমাকে বলেছে, মেয়েরা আবার গাড়ি চালাতে পারে নাকি? রেস কার তো অনেক দূরের কথা। সে জন্য আমি একাই লড়ছি। সবার সামনে এই রেসে দেখাব মেয়েরাও গাড়ি চালাতে পারে। গতানুগতিক রীতিনীতি ভেঙে এগিয়ে যেতে চান জুফালি। জয় করতে চান বিশ্ব, অনেকে আমাকে টুইটার বা ইন্সটাগ্রামে লিখেছেন, মেয়েদের এটা করতে নেই। এটা তাদের বিশ্বাস। আমি তা মনে করি না। সূত্র: পূর্বপশ্চিমবিডি আর/০৮:১৪/১২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OavRNp
November 13, 2019 at 07:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top