ঢাকা, ২৯ নভেম্বর - অপরাধী গান শ্রোতাপ্রিয়তা পাওয়ার পর থেকে সমান তালে গান গেয়ে চলেছেন তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ। তার গান শোনে কোটি কোটি শ্রোতা। এই শিল্পীকে হঠাৎ করেই দেখা গেল জেলখানার পোশাকে। ঘনটা কী জেলখানায় কেন আরমান আলিফ? সাদা-কালো চেক জামা গায়ে উদাস মনে জেলখানার ভেতের হেঁটে বেড়াচ্ছেন এই শিল্পী। ভিডিতে তেমনটাই দেখা যাচ্ছে। আসল বিষয়টি হলো এই সব কিছুই ঘটেছে পুরান জেলখানা নামের একটি নতুন গানের ভিডিওতে। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে আরমান আলিফের নতুন এই গানটি। এটর কথা লিখেছেন ও সুর করেছেন রিয়াজ। গানটির সঙ্গীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিন্নধর্মী একটি গল্পে নির্মিত হয়েছে পুরান জেলখানার ভিডিও। গানটির দৃশ্যায়নও করা হয়েছে পুরান ঢাকার পুরনো জেলখানায়। ভিডিওটি নির্মাণ করেছেন মোহাম্মদ রাসেল আবির। মডেল হয়েছেন সামিউল ইসলাম, মরশিয়া অথৈ, জন ও আরমান আলিফ নিজে। পুরান জেলখানা নিয়ে আরমান আলিফ বলেন, এই গানটি যেমন ব্যতিক্রম, ভিডিওতেও সেই ব্যাপারটা রাখা হয়েছে। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতারা ভিন্ন ধাঁচের এই গান-ভিডিও পছন্দ করবেন। এন এইচ, ২৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DqGBmb
November 29, 2019 at 10:51AM
29 Nov 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top