স্প্যানিশ ফুটবলের চলতি মৌসুমে খুব একটা ভালো খেলতে পারছে না বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কিন্তু সে সুযোগটা ঠিকঠাক কাজে লাগাতে পারেনি চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। শুরুর দিকে পয়েন্ট টেবিলের আধিপত্য বিস্তার করলেও, নিজেদের ভুলেই ফের বার্সার সমান্তরালে চলে এসেছে ক্লাবটি। তবে শনিবার রাতে আলাভেসকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জিনেদিন জিদানের দল। সার্জিও রামোস ও দানি কারভাহালের গোলে তাদের জয় ২-১ গোলে। অবশ্য রোববার রাতে বার্সেলোনা জয় পেলে ফের দুই নম্বরে নেমে যাবে রিয়াল। তুলনামূলক দুর্বল আলাভেসের মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেননি গ্যারেথ বেল, করিম বেনজেমারা। আলাভেসের জমাট রক্ষণের বিপক্ষে প্রথমার্ধের বলার মতো আক্রমণ ছিলো কেবল ১০ মিনিটের মাথায় বেলের হেড, যা ফিরে আসে পোস্টে লেগে। দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচের প্রথম গোলটি করেন এ স্প্যানিশ ডিফেন্ডার। গোল শোধ করার সুযোগটা ১৩ মিনিট পরেই পেয়ে যায় আলাভেস। সেটিও রামোসের দায়েই। ডি-বক্সের তিনি ফাউল করে বসেন আলাভেস ফরোয়ার্ড হোসেলুকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে ম্যাচে সমতা ফেরান লুকাস পেরেজ। আলাভেসের সমতায় ফেরার সন্তুষ্টি অবশ্য ৪ মিনিট পরেই শেষ করে দেন দানি কারভাহাল। এবার লুকা মদ্রিচের বাড়ানো বলে হেড করেছিলেন ইস্কো। কিন্তু সেটি বাধা পায় গোলরক্ষকের পায়ে। ফিরতি বল ফাঁকায় পেয়ে সহজেই গোল করেন কারভাহাল। যার সুবাদে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এ জয়ের পর ১৪ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ২৮, অবস্থান দ্বিতীয়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R2sbAC
December 01, 2019 at 03:40AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন