মুম্বাই, ১৪ ডিসেম্বর- বলিউডে দুই দশক ধরে সাফল্যের সঙ্গে পদচারণার পরও কারিনা কাপুরকে এখনো অনেকে নতুন প্রজন্মের অভিনেত্রী মনে করেন। এটা নিয়ে দারুণ ক্ষুব্ধ তিনি। সম্প্রতি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুনদের সঙ্গে আমার তুলনা কেন? এটা ভুল, আমি এই প্রজন্মের অংশ নই। আমি দুই দশক ধরে অভিনয় করছি। দুই দশক ধরে অভিনয় করে এখনও সিনেমাজগতে নিজের অবস্থান ধরে রেখেছেন কারিনা কাপুর খান। এরপরও যদি কেউ তাকে নতুনদের সঙ্গে তুলনা করেন, তাহলে তার মেজাজ তো বিগড়ে যাবেই। সঙ্গত কারণেই তিনি বেশ চড়া সুরে কথা বলেন এই প্রসঙ্গে। তিনি বলেন, আমি বিস্মিত হই, কেন তারা নতুনদের সঙ্গে আমার তুলনা করেন! আমি এই প্রজন্মের বা এদের ধাঁচের নই। কিন্তু লোকজন সবসময় আমাকে নতুনদের কারও সঙ্গে তুলনা করেন, কিন্তু কেন? এটা ভুল। আমি দুই সিনেমায় দুই দশক কাটিয়েছি এবং এখনও আমি স্বাচ্ছন্দ্যে আমার কাজ করে যাচ্ছি। ২০০০ সালে রিফিউজি সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করেন কারিনা কাপুর। এতে তিনি অভিষেক বচ্চনের বিপরীতে অভিনয় করেন। তবে তার সাড়া জাগানো প্রথম সিনেমা অশোকা (২০০১)। এছাড়া তার ব্লকবাস্টার সিনেমার তালিকায় রয়েছে কাভি খুশি কাভি গাম, জাব উই মেট, দেব, থ্রি ইডিয়টস, বজরঙ্গি ভাইজান ও উড়তা পাঞ্জাব। কারিনা কাপুরের আগামী সিনেমা গুড নিউউজ। এই কমেডি সিনেমায় তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করছেন। এতে আরও অভিনয় করছেন কিয়ারা আদবাণী ও দিলজিৎ দোসাঞ্জ। সিনেমাটি ২৭ ডিসেম্বর মুক্তি পাবে। আর/০৮:১৪/১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PD2Zy4
December 14, 2019 at 08:44AM
14 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top