ঢাকা, ৩১ ডিসেম্বর - ভাগ্য একেই বলে! ম্যাচে ঢাকা প্লাটুনের একাদশে নামই ছিল না তার। এনামুল হক বিজয় একাদশে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। কিন্তু হঠাৎ চোট পাওয়ায় মাঠের বাইরে চলে যেতে হয় বিজয়কে। তার বদলি হিসেবে নেমে গ্লাভসজোড়া হাতে তুলে নেন জাকের আলি অনিক। আর বদলি হিসেবে নেমেই বিপিএলের ইতিহাসে উইকেটরক্ষক হিসেবে রেকর্ড গড়ে ফেলেছেন ২১ বছর বয়সী তরুণ। সোমবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের ছয় ব্যাটসম্যানের ক্যাচ নিয়েছেন অনিক। এর মধ্যে ওয়াহাব রিয়াজের এক ওভারেই তিনি নেন ৩টি ক্যাচ। এর আগে বিপিএলে সর্বোচ্চ ৫টি করে ডিসমিসাল ছিল পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উমর আকমলের। ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে তিনটি স্টাম্পিং ও দুটি করে ক্যাচ নিয়েছিলেন তারা। আর উইকেটরক্ষকের হিসেব আলাদা রাখলে বিপিএলে আগের সর্বোচ্চ ৪টি ক্যাচ নেয়ার রেকর্ড রনি তালুকদারের। ২০১৫ সালে বিপিএলের চতুর্থ আসরে এই রেকর্ড গড়েন রনি। জাকের আলি এবার ক্যাচ ও ডিসমিসালের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ৬ ক্যাচ গ্লাভসবন্দী করে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q92aib
December 31, 2019 at 06:48AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন