কলকাতা, ০২ ডিসেম্বর- তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় আতঙ্ক ছড়াল দমদমের কাদিহাটিতে। রবিবার সন্ধ্যার এই ঘটনায় থমথমে এলাকা। তাদের কর্মীদের মারধর করা হয়েছে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে যুযুধান দুই দলের কর্মীরা। সংঘর্ষের ঘটনায় নাম জড়িয়েছে দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের পুরপিতা প্রণব রায়ের। ঘটনায় আহত উভয় পক্ষের ১৪ জন। দুতরফই থানায় অভিযোগ দায়ের করেছে। রবিবার বিকেলে কাদিহাটিতে দলীয় পোস্টার, ব্যানার লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওইসব ব্যানার, পোস্টারে তুলে ধরা হয়েছিল। গেরুয়া শিবিরের অভিযোগ, এই সময়ই হঠাৎ-ই একদল তৃণমূল কর্মী, সমর্থক এসে তাদের ব্যানার, পোস্টার খুলে দিতে বলে। তা অসস্বীকার করতেই মারধর শুরু করে শাসক দলের কর্মীরা। স্থানীয় বিজেপি নেতা সুভাষ বসু বলেন, শান্তিপূর্ণভাবেই দুপুর থেকে দলীয় ব্যানার, পোস্টার বাঁধছিল ছেলেরা। অচমকাই ১৫-১৬ জন তৃণমূল কর্মী এসে আমাদের ছেলেদের মারধর শুরু করে। কিল, চড়, ঘুষি মারতে থাকে। তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূল পুরপিতা প্রণব রায় ও তাঁর ভাই বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছেন। প্রতিপক্ষের তোলা অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। উল্টে তাদের দাবি, বিজেপির ব্যানার, পোস্টারে রাজ্যের অশান্তি ছড়ানোর উস্কানি ছিল। তারই প্রতিবাদ করেছিল তৃণমূল কর্মীরা। তারপরই জোড়াফুলের কর্মীদের উপর হাত তোলে পদ্ম শিবিরের লোকেরা। এরপরই পরিস্থিতি ঘোরালো হয়। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই দমদমমের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতা প্রণব রায়ের দাবি, বিজেপির বেশ কয়েকটি পোস্টারে লেখা ছিল এলাকার তৃণমূল কর্মীরা বেআইনি অস্ত্র মজুত করেছে। সেগুলি ঝাড়খণ্ড থেকে আনা হয়েছে। তারা মানুষকে বিভ্রান্ত করছিল। আমাদের এক কর্মী এর বিরোধিতা করেছিল। তারপরই বিজেপির লোকেরা মেরে তার হাত ভেঙে দিয়েছে। তৃণমূল কর্মীরা আগে মারধর করেনি। অবস্থা হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, পাল্টা অভিযোগে আপাতত সরগরম দমদম। তৃণমূল বিজেপি উভয়ই নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ। এন কে / ০২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37W5VOP
December 02, 2019 at 12:22PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.