মস্কো, ৩১ ডিসেম্বর - নতুন বছরে ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে কোর্টে ফিরছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। ওয়াইল্ডকার্ড এন্ট্রির সুবাদে মিলেছে এমন সুযোগ। সর্বশেষ গত আগস্টে ইউএস ওপেনে খেলেছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বী সেরেনা উইলিয়ামসের কাছে প্রথম রাউন্ডে হারের পর শারাপোভার আর কোর্টে নামা হয়নি। এতদিন পর আবার কোর্টে ফিরতে পারবেন বলে দারুণ রোমাঞ্চিত তিনি, ব্রিসবেনকে আমি খুবই মিস করেছি। তোমাদের শহরে এই টুর্নামেন্ট দিয়ে মৌসুম শুরু করতে পারবো ভেবে দারুণ উদ্দীপ্ত আমি। এই বছরটা বার বার চোট আক্রান্ত হয়ে কাটিয়েছেন ৩২ বছর বয়সী শারাপোভা। কাঁধের ইনজুরিতে মাত্র ১৫টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পেরেছেন। যা প্রভাব ফেলেছে তার বিশ্ব র্যাংকিংয়েও। নেমে গেছেন ১৩৩ নম্বরে! ২০১৫ সালে সর্বশেষ ব্রিসবেনের শিরোপা জেতা শারাপোভা নতুন বছরের মিশন শুরু করবেন আগামী সোমবার। সূত্র : জাগো নিউজ এন এইচ, ৩১ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F4e3j9
December 31, 2019 at 07:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন