চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর - বঙ্গবন্ধু বিপিএলের ১৯তম ম্যাচে সিলেট থান্ডারের মুখোমুখি ঢাকা প্লাটুন। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে আগে বোলিং করছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা। এ নিয়ে এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি সিলেট-ঢাকা। প্রথম দেখায় চায়ের দেশকে২৪ রানে হারায় রাজধানীর দলটি। ফলে ম্যাচটি সিলেটের জন্য প্রতিশোধের। অধিকন্তু প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে তাদের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলের চারে রয়েছে ঢাকা। আর সমান সংখ্যক ম্যাচে ৪ হারের বিপরীতে ১ জয়ে ছয়ে রয়েছে সিলেট। সিলেট থান্ডার্স একাদশ আন্দ্রে ফ্লেচার, আবদুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, শেরফান রাদারফোর্ড, এবাদত হোসেন, ক্রিসমার সান্তোকি ও নাজমুল ইসলাম অপু। ঢাকা প্লাটুন একাদশ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, আসিফ আলি, জাকের আলি, মুমিনুল হক, শহীদ আফ্রিদি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও হাসান মাহমুদ। সূত্র : যুগান্তর এন এইচ, ২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZhsKbV
December 24, 2019 at 09:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top