৯ম বছরে রেডিও মহানন্দা

নানান আয়োজনে জেলার একমাত্র কমিউনিটি রেডিও- রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।  শনিবার রেডিওটি ৯ম বছরে পদার্পণ করল। এ-উপলক্ষে শনিবার সকালে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দা’র উপদেষ্টা কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান। রেডিও মহানন্দা’র প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মুক্ত আলোচানায় অংশ নেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম, পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগম, ডিবিসি টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জহুরুল ইসলাম।  শুভেচ্ছা বক্তব্য দেন রেডিও মহানন্দা’র স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীদের নানান ধরনের পরিবেশনা।
রেডিও মহানন্দার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান বলেন-আমি এই জেলায় যোগদানের পর বিভিন্ন অনুষ্ঠানে রেডিও মহানন্দার মাধ্যমে আইন-শৃঙ্খলা, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাসের বিরুদ্ধে জনসাধারনের কাছে বিশেষ বার্তা পৌঁছে দিতে পেরেছি। এটা জেলা পুলিশের বিরাট পাওয়া। আমি মনে করি গণমাধ্যম হিসেবে রেডিও মহানন্দা সফল।
রেডিও মহানন্দা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জোরালো ভূমিকা রাখছে উল্লেখ করে রেডিটির উপদেষ্টা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন বলেন-জেলার উন্নয়নে এই রেডিও বিরাট ভূমিকা রাখছে-ভবিষ্যতেও রাখবে। ৯ বছরে রেডিওটি অনেক দূর এগিয়েছে, ভবিষ্যতে আরো বহুদূর যাবে। আমরা আগামীতে কোনো একদিন রাজধানী ঢাকায় এ ধরনের অনুষ্ঠান করবো। সেদিন হয়ত আমি ইউএনও থাকব না, হয়ত সরকারের কোনো বড় পদে থাকব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান হয়ত বাংলাদেশ পুলিশের বড় কোনো পদে থাকবেন আমরা হয়ত সেদিন চাঁপাইনবাবগঞ্জে থাকব না কিন্তু সেদিনও রেডিও মহানন্দার পাশে থাকব।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, কবি এনামুল হত তুফানসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-১৯


from Chapainawabganjnews https://ift.tt/37l0kk1

December 29, 2019 at 02:52PM
29 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top