ঢাকা, ১৯ ডিসেম্বর - আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে লেখক সাদাত হোসাইন পরিচালিত গায়ক-নায়ক আসিফের সিনেমা গহীনের গান। এরই মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে টানানো হয় বাংলাঢোল প্রযোজিত সিনেমাটির পোস্টার। মধ্যরাতে পোস্টার লাগিয়ে আলোচনায়ও আসেন গহীনের গান টিম। এরই মধ্যে নিজের অভিনীত চলচ্চিত্র গহীনের গান-এর পোস্টার ছেঁড়ার অভিযোগ আনলেন গায়ক আসিফ আকবর। এ নিয়ে মঙ্গলবার রাতে দীর্ঘ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি। পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হলো। ক্ষমতায় মোহে মোহাগ্রস্ত ক্ষমতাধরদের আংশিক দাপট এই পোস্টার ছেঁড়া, পাশাপাশি হুমকি দাতা ভাইদের একাংশের ভূমিকার চিত্র এটা। আমার মালিকানাধীন অফিসের নীচ তলার পার্কিংয়ে তাদের হেডম শো চলছে। সকালে বাকি পোস্টার ছেঁড়ার হুমকি আছে। আমি যা কিংবা তা, সর্বজন শ্রদ্ধেয় হাসান ইমাম স্যারও রক্ষা পাননি। আমরা আবারও পোস্টার লাগাবো, তারা ক্ষমতায় মোহে আক্রান্ত রোগী হিসেবে শুধু ছিঁড়তেই পারবে, এটাই তাদের যোগ্যতা। হয়তো আমাকে মেরেও ফেলবে, এটাও তাদের ক্ষমতার অংশ, এতে আমিও খুশি হবো। আমি শিল্পী হিসেবে বিনয়ী, তাই মেরে ফেললেও হাসিমুখে বিনয় দেখাবো। অভিযোগ করবো না, কারণ গহীনের গান জীবনের গল্প বলবে। আর মানুষ চায় শিল্পীরা বিনয়ী থাকুক, মানসম্মান কিংবা প্রাণ মূখ্য বিষয় নয় এখানে। পর্দার ভিতরে বাইরে অনেক ক্লাইম্যাক্স নিয়ে আসছে গহীনের গান। আজ রাত ২টা ৩৫ মিনিটে তোলা আমার অফিসের নীচতলায় তোলা ছবি। এর আগে এফডিসির সামনে লাগানো পোস্টারও দুর্বৃত্তরা ছিঁড়ে ছিল। বারবার পোস্টার ছেঁড়া নিয়ে এখন একটাই প্রশ্ন কারা এই অন্যায় কাজটি করছে। ছবিতে আসিফ ছাড়া আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন, গীতিকার তরুন মুন্সী, সংগীত পরিচালক পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমনসহ অনেকে। আসছে ২০ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এন এইচ, ১৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MplOnZ
December 19, 2019 at 08:08AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন