কলকাতা, ২০ ডিসেম্বর - আইপিএলে অস্ট্রেলিয়ানদের চাহিদা বরাবরই সবচেয়ে বেশি বেশি। এবারের নিলামেও তার প্রমাণ দেখা গেলো। প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলের পর আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের মধ্যে একজন হলেন নাথান কাউল্টার নেইল। এই অলরাউন্ডারকে তুমুল প্রতিদ্বন্দ্বীতার পর ৮ কোটি রুপিতে (৯ কোটি ৬০ লাখ টাকা) কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন অসি অলরাউন্ডার নাথান কাউল্টার নেইল। আজ নিলামের শুরুতেই তার দিকে হাত বাড়ায় চেন্নাই সুপার কিংস। ১.৯ কোটি রুপি বলার পর মুম্বাই দাম হাঁকে ২ কোটি রুপি। এরপর চেন্নাই এক লাফে দাম বাড়িয়ে বলে ফেলে ৪ কোটি রুপি। এরপর মুম্বাই দাম হাঁকে ৫.২৫ কোটি রুপি। চেন্নাই বলে ফেললো ৬ কোটি রুপি। মুম্বাই প্যাডল তুলে বলে দিলো ৬ কোটি রুপি। চেন্নাই কালবিলম্ব না করে বলে দিলো ৭.৭৫ কোটি রুপি। কিন্তু মুম্বাই হাল ছাড়লো না। তারা ৮.৫ কোটি রুপি বলে থামলো। সেখানেই হার মানলো চেন্নাই। তুমুল লড়াইয়ের পর কাউল্টার নেইলকে জিতে নিলো মুম্বাই। ক্যারিবীয় পেসার শেলডন কটরেল এবার ভারত সফরে স্বাগতিক ভারতীয় ব্যাটসম্যানদের কাঁপিয়ে ছাড়ছেন। যে কারণে, তিনি যে আইপিএলের নিলামও কাঁপাবেন সেটা ভালোই জানা ছিল। প্রত্যাশিতভাবেই আইপিএলের নিলাম মঞ্চ কাঁপিয়ে ছাড়লেন এই ক্যারিবীয় পেসার। উইকেট পাওয়ার পর সেনাবাহিনী সদস্যদের মত স্যালুট দেয়ার যে ভঙি করেন, সে জন্যই খুব পরিচিত তিনি। সেই শেলডন কটরেলকে সাড়ে ৮ কোটি রুপিতে কিনে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ৫০ লাখ রুপি তার ভিত্তিমূল্য। কিন্তু বিক্রি হলেন ১৭গুন বেশি দামে। কিংস ইলেভেন পাঞ্জাবই প্রথম তার জন্য বিড করে। দাম হাঁকে ১ কোটি রুপি। তার জন্য আগ্রহী ছিল রাজস্থা রয়্যালস। যে কারণে পাঞ্জাব ১.৭ কোটি রুপি দাম হাঁকিয়ে বসে। রাজস্থানও একই মূল্য হাঁকালে পাঞ্জাব তার মূল্য হাঁকিয়ে বসে ২.২ কোটি রুপি। রাজস্থান রয়্যালস এখানে এসে ইস্তফা দেয়। কিন্তু দিল্লি ডেয়ারডেভিলস এসে যোগ দেয় সেখানে। তারা দাম হাঁকিয়ে বসে ৩ কোটি রুটি। পাঞ্জাব একই দাম দিয়ে কিনতে চায়। কিন্তু দিল্লি নাছোড়বান্দা। তারা দাম হাঁকালো ৩.৮০ কোটি রুপি। পাঞ্জাব এরপর ৪.২ কোটি দাম হাঁকায়। এরপর তারা বরাবর ৫ কোটিতে গিয়ে থামে। তাদের ধারণা ছিল, ৫.৫ কোটি রুপিতে কটরেলকে পেয়ে যাবে। কিন্তু দিল্লি আবারও ৬ কোটি রুপি বলে দাম তুলে দেয়। শেষ পর্যন্ত দামাদামি করতে করতে গিয়ে শেলডন কটরেলকে ৮.৫ কোটি রুপিতে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Z49MW6
December 20, 2019 at 03:31AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন