কাঠমুন্ডু, ০৮ ডিসেম্বর - এসএ গেমস আরচারিতে নেই ভারত। যে কারণে এই ইভেন্ট থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য আশা করেছিল। আরচাররাও হতাশ করনেনি। এই ইভেন্টের প্রথম দিন শেষ হওয়া ৬টি ইভেন্টের সবগুলো থেকেই বাংলাদেশকে স্বর্ণ উপহার দিয়েছেন আরচাররা। দিনের শেষ ইভেন্ট ছিল দলগত মিশ্র কম্পাউন্ড। এই ইভেন্টে স্বাগতিক নেপালকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের আরচাররা। এ নিয়ে নেপালে চলমান এসএ গেমসের ৮ম দিন শেষে মোট ১৪টি স্বর্ণ জিতলো বাংলাদেশ। শেষ দিনে আজ মোট ৭টি স্বর্ণ এসেছে বাংলাদেশের ঝুলিতে। যার ৬টিই আরচারি থেকে। একটি এসেছে নারী ক্রিকেট থেকে। কাঠমান্ডু-পোখারা গেমসের সপ্তম দিনেই বাংলাদেশ ছুঁয়ে ফেলেছিল দেশের বাইরে স্বর্ণজয়ের সর্বোচ্চ রেকর্ড। ১৯৯৫ সালে মাদ্রাজ এসএ গেমসে বাংলাদেশ ৭স্বর্ণ পেয়েছিল বাংলাদেশ। যা ছিল এতদিন দেশের বাইরে সর্বোচ্চ সাফল্য। আজ (রোববার) পোখারায় গেমসের অষ্টম দিনের সকালে আরচারি প্রথম স্বর্ণ জিতেই পেছনে ফেলে দেয় মাদ্রাজের সাফল্য। এরপর আরো ৬টি স্বর্ণ আসে অষ্টম দিনে। যার মধ্যে আরচারির ৬ টি ও নারী ক্রিকেটে একটি। গেমসে আরচারির মোট স্বর্ণ ১০টি। রোববার হয়েছে ৬টি, সবগুলোতেই স্বর্ণ বাংলাদেশের। ভারত না থাকায় বাকি ৪ স্বর্ণও বাংলাদেশের ঘরে আসবে বলেই ধারণা সবার। আরচারির ষষ্ঠ ও দিনের সপ্তম স্বর্ণে বাংলাদেশের ঝুলিতে স্বর্ণ বেড়ে হলো ১৪টি, যা মাদ্রাজের চেয়েও দ্বিগুণ। বাংলাদেশ সবচেয়ে বেশি ১৮ স্বর্ণ জিতেছিল ২০১০ সালে ঢাকা এসএ গেমসে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33UDzRS
December 08, 2019 at 02:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন