কলকাতা, ২০ ডিসেম্বর - নিলামের আগে নজর ছিল ক্যারিবীয় ব্যাটসম্যান শিমরন হেটমায়ারের দিকে। তার ভিত্তিমূল্য ছিল কেবল ৫০ লাখ রুপি। কিন্তু শেষ পর্যন্ত তিনি বিক্রি হলেন ভিত্তিমূল্যের প্রায় ১৬ গুন বেশি দামে, ৭.৭৫ কোটি, তথা পৌনে আট কোটি রুপিতে। কিনে নিলো দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালস প্রথম কেনার জন্য প্যাডল তোলে। কিন্তু ততক্ষণে কেকেআর তার দাম হাঁকিয়ে বসে ৫৫ লাখ রুপি। রাজস্থান এক লাফে দাম হাঁকে ১ কোটি রুপি। এবার তাকে কেনার লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস। তারা দাম হাঁকিয়ে বসে দেড় কোটি রুপি। পরক্ষণেই সেটাকে তারা নিয়ে যায় ২ কোটি ২০ লাখ রুপিতে। দিল্লির মিডল অর্ডারে একজন ভালোমানের ব্যাটসম্যান প্রয়োজন, এ কারণে তারা ঝাঁপায় হেটমায়ারের প্রতি। এ কারণেই তারা একে একে ৩.৮ কোটি, এরপর ৪.২ কোটি এবং শেষ পর্যন্ত ৪.৮ কোটি রুপি পর্যন্ত তুলে দেয় ক্যারিবীয় ব্যাটসম্যানের দাম। এরপরই আবার রাজস্থান রয়্যালস এসে তার দাম হাঁকে ৬.৫ কোটি রুপি। কিন্তু দিল্লি হাল ছাড়তে রাজি নয়। তারা হাঁকিয়ে বসে ৭.৭৫ কোটি রুপি। শেষ পর্যন্ত সে দামেই বিক্রি হলেন ক্যারিবীয় এই ব্যাটসম্যান। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34H4kcI
December 20, 2019 at 03:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top