চট্টগ্রাম, ২২ ডিসেম্বর - চোটের কারণে বিপিএলের চট্টগ্রাম পর্বে প্রায় সবকটি ম্যাচেই ছিটকে গেছেন তামিম ইকবাল। আর এই সুযোগটি দারুণভাবে কাজে লাগালেন তারই জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম। তামিমকে হটিয়ে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন মুশফিক। শনিবার সিলেট থান্ডারের মুখোমুখি হয় মুশফিকের খুলনা টাইগার্স। এ ম্যাচে ৮ বলে ১২ রান করেই রেকর্ডের পাতায় নিজের নাম লেখান মুশফিক। যেখানে ২০১২ মৌসুম থেকে প্রতিটি আসরে খেলা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৭৫ ম্যাচে ১ হাজার ৯৩৬ রান করেছেন। তার থেকে এক রান কম নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন তামিম। ৬১ ম্যাচ খেলা তামিম থেকে অবশ্য মুশফিক ১৪টি ম্যাচ বেশি খেলেছেন। আর দুজনের ইনিংসে তফাত ১১টি। মুশফিকের গড় ৩৪.৫৭, তামিমের ৩৫.৮৩। স্ট্রাইক রেটে অবশ্য মুশফিক এগিয়ে। তিনি ১৩২.৪২ স্ট্রাইকে রান তুলেছেন। আর তামিম ১২৪.১১ স্ট্রাইকে বোলারদের পিটিয়েছেন। তামিমের একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ১৭টি ফিফটি। তবে মুশফিকের ১২ ফিফটি রয়েছে। এখন পর্যন্ত ৭৮ ম্যাচে ১৬৯৫ রান নিয়ে তৃতীয়স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৫ ম্যাচে ১৫৬৭ রান নিয়ে চতুর্থ ইমরুল কায়েস। আর এই মৌসুমে না খেলা সাকিব ৭৬ ম্যাচে ১৪৮৩ রান নিয়ে পঞ্চমস্থানে আছেন। বিদেশিদের মধ্যে ক্রিস গেইল ৩৮ ম্যাচে ১৩৩৮ রান নিয়ে শীর্ষে আছেন। তবে মূল তালিকায় তিনি ৮ নাম্বারে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর এন এইচ, ২২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Mkp2sK
December 22, 2019 at 08:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top