কলকাতা, ২৭ ডিসেম্বর - বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই সংবাদের শিরোনামে থাকেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিন কয়েক আগে ভারতীয় গরুর দুধে সোনা থাকে বলে মন্তব্য করে বিতর্ক ছড়িয়েছিলেন তিনি। আর এবার বললেন, মিডিয়া খবর চায়, তাই নিজের দলের সদস্যদের দিয়ে ঝামেলা বাধানো হবে। আর তৃণমূলের অত্যাচারের হাত থেকে এটাই একমাত্র বাঁচার পথ। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে একটি জনসভার ফাঁকে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, প্রতিদিন আমাদের দলের সমর্থকদের খুন করা হচ্ছে। আমার মনে হয় তারা (তৃণমূল কংগ্রেস) এই সংস্কৃতিতেই বিশ্বাসী। তারা যদি আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, আমরাও একই পথ অনুসরণ করব। এসময় তিনি বলেন, মূল কংগ্রেস আমাদেরকে সভা করতে অনুমতি দিচ্ছে না। মিথ্যা অভিযোগ দিয়ে তারা আমাদের কর্মীদের আটক করছে। তাই তারা যদি আমাদের ঝামেলা তৈরি করে, আমরাও ঝামেলা করবো। আর এটাই বাংলার রাজনীতির চরিত্র। আমরা সব কিছুর জন্য তৈরি আছি। তাছাড়া আপনারা গণমাধ্যমের কর্মীরাও সব সময় খবর চান। তার প্রশ্ন ঝামেলা না করলে রাজনীতি হয় নাকি? সংশোধিত নাগরিকত্ব আইন (ক্যা) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে প্রতিবাদের নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই দিলীপ ঘোষের এই মন্তব্য। এন এইচ, ২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MyAgKe
December 27, 2019 at 06:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন