কলকাতা, ২৩ ডিসেম্বর - রাজ্যপাল হয়ে এ রাজ্যে পা দেওয়ার পর থেকেই শাসক দলের সঙ্গে বারবার সঙ্ঘাতে জড়িয়েছেন জগদীপ ধনখড়। আর এবারে হিন্দি নিয়ে নিজের মত প্রকাশ করলেন তিনি। জানালেন সংবিধান অনুসারে হিন্দি আমাদের ভাষা। মমতা বন্দোপাধ্যায়কে সম্প্রতি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। বর্তমান পরিস্থিতির কথাই লেখা ছিল এই চিঠিতে এমনটাই জানা গিয়েছে। যদিও তার পরেও রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সবার উপরে সেখানে হিন্দি ভাষাই ব্যবহার করা হয়েছে। তারপরে রয়েছে ইংরাজি। আর তা নিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক। পাল্টা টুইট করে জানান আপনি এ রাজ্যর রাজ্যপাল। কিন্তু আপনার লেটারহেডে বাংলা নেই। তারপত্রেই বিপাকে পড়েছেন বুঝে তড়িঘড়ি টুইটটি ডিলিট করে দেন জগদীপ। পাশাপাশি জানান খুব ভাল পরামর্শ। এই বিষয়টি শুধরে নেওয়া হবে। রবিবার একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই তিনি জানান সংবিধানে বলা হয়েছে হিন্দি আমাদের ভাষা। পাশাপাশি ইন্রাজিতেও কথা বলার চেষ্টা করা উচিত। তার এই মন্তব্যর পরেই শুরু হয় বিতর্ক। হিন্দিকে চাপাতে চাইছে বলে অভিযোগ করতে থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনীতিবিদরাও। এন এইচ, ২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sgg8p8
December 23, 2019 at 07:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top