মুম্বাই, ১১ ডিসেম্বর- বলিউডের অন্যতম হট গার্ল বলা হয় তাকে। শাহরুখ খানের বিপরীতে ছাইয়া ছাইয়া হোক কিংবা মুন্নি বদনাম হুয়ি, বলিউডে আইটেম গার্ল হিসেবে তিনি সবার সেরা। গ্ল্যামার আর আবেদনে তিনি জয় করে নিয়েছেন খ্যাতি। তিনি মালাইকা অরোরা। বর্তমানে সিনেমায় নিয়মিত নন। তবু আলোচনার তুঙ্গে এই তারকা। কখনো জিমের ভিডিওতে, কখনো বা সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে। তবে অর্জুন কাপুরের প্রেমিকা হিসেবেও কম আলোচিত নন তিনি। সম্প্রতি আবারও খবরের শিরোনামে মালাইকা। এর কারণ ছোট পোশাক। একটু খোলামেলা পোশাক পরতেই আরাম পান মালাইকা। তেমনি একটি কালো রঙের পোশাক পরে বাইরে গিয়েছিলেন। সেই পোশাকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতেই হৈ চৈ পড়ে গেল। সমালোচনার মুখে পড়লেন এই অভিনেত্রী। অনেক কটু কথার আক্রমণেরও শিকার হচ্ছেন তিনি। গেল মঙ্গলবার মালাইকা যখন জিমে হাজির হন, তখন গাড়ি থেকে নামার পরপরই অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করতে শুরু করে পাপারাতজি। সেই ছবিতেই মালাইকার পোশাক নিয়ে নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়ে যায়। টিশার্টের সঙ্গে কালো রঙের যে শর্টস পরে মালাইকা হাজির হন তাতে তার শরীর পুরোপুরি ঢাকা পড়েনি। মালাইকার পরনে ওই পোশাক দেখার পরই শুরু হয়ে যায় জোর সমালোচনা। এদিকে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার সম্পর্ক নিয়ে আলোচনা চলছেই বলিউড জুড়ে। অর্জুনের সঙ্গে মালাইকা গাঁটছড়া বাঁধবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা না গেলেও, তাদের জুটি নিয়ে প্রায় সবসময় সরগরম হয়ে উঠছে সিনেমাপাড়া। আর/০৮:১৪/১১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YB3nBv
December 11, 2019 at 08:30AM
11 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top