ঢাকা, ১৪ ডিসেম্বর - বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের প্রথম অংশের শেষ দিন আজ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম্যাচে তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রায়াদ এমরিট। রংপুরের অধিনায়ক যথারীতি মোহাম্মদ নবী। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল চট্টগ্রাম। তবে পরের ম্যাচেই খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটে হেরে গেছে তারা। অন্যদিকে এখনও পর্যন্ত ১টি ম্যাচই খেলেছে রংপুর। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে ১০৫ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। যার ফলে দুই দলের জন্যই জয়ে ফেরার মিশন এই ম্যাচটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ আভিশকা ফার্নান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুকতার আলি এবং মেহেদি হাসান রানা। রংপুর রেঞ্জার্স একাদশ মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নাইম শেখ, জহুরুল ইসলাম, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মোহাম্মদ নবী, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PlgrrK
December 14, 2019 at 08:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top