চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর- টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে রংপুর রেঞ্জার্স। দারুণ শুরুর পর রানআউটে কাটা পড়েন নাঈম শেখ। তবে রয়ে গেছেন মোহাম্মদ শাহজাদ। কুমিল্লা ওয়ারিয়র্স বোলারদের ওপর রীতিমতো তোপ দাগাচ্ছেন তিনি। ইতিমধ্যে মাত্র ২১ বলে ফিফটি তুলে নিয়েছেন এ হার্ডহিটার।এবারের বিপিএলে এটি দ্বিতীয় দ্রুততম ফিফটি। প্রথমটি খুলনা টাইগার্সের রহমানউল্লাহ গুরবাজের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন তিনি।শেষ খবর পর্যন্ত ৭ ওভার শেষে ৮০ রান করেছে রংপুর। শাহজাদ ৬০ ও টম অ্যাবল ১০ রান নিয়ে ব্যাট করছেন। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নেন রংপুর অধিনায়ক মোহাম্মদ নবী। এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে রংপুর। সুযোগ পেয়েছেন মনিরুল ইসলাম মুগ্ধ ও আল আমিন জুনিয়র। অভিষেক হচ্ছে পেসার মুগ্ধর। তবে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা। বিপিএলের এবারের আসরে এর আগে একবার মুখোমুখি হয় রংপুর- কুমিল্লা। সেই ম্যাচে ১০৫ রানের বিশাল ব্যবধানে রংপুরকে হারায় কুমিল্লা। তাই রংপুরের সামনে এটি প্রতিশোধের ম্যাচ। কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ: ভানুকা রাজাপাকশে, ইয়াসির আলি চৌধুরী, সৌম্য সরকার, ডেভিড মালান, সাব্বির রহমান, দাসুন শানাকা (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, মুজিব-উর-রহমান ও আল -আমিন হোসেন। রংপুর রেঞ্জার্স একাদশ: মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), নাঈম শেখ, টম অ্যাবল, জহুরুল ইসলাম অমি, মোহাম্মদ নবি (অধিনায়ক), লুইস গ্রেগরি, আল -আমিন জুনিয়র, নাদিফ চৌধুরী, আরাফাত সানি, মনিরুল ইসলাম মুগ্ধ ও মোস্তাফিজুর রহমান। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36IXvcf
December 18, 2019 at 09:15AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top