ঢাকা, ১২ ডিসেম্বর - না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের মা শোভা রানী দে। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে শোভা রানী দের বয়স হয়েছিল ৮৩। মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমার বিশ্বজিৎ। তিনি জানান, আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পোস্তগলা শ্মশানে তাকে দাহ করা হবে। শোকাহত কুমার বিশ্বজিৎ মায়ের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন। কুমার বিশ্বজিৎ আরও জানান, গত নভেম্বরে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৯ দিন ধরে চলছিলো তার চিকিৎসা।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে লাইফ সাপোর্টও দেওয়া হয়। এর আগে ১৯৯৪ সালে কুমার বিশ্বজিতের বাবা সাধন রঞ্জন দে মৃত্যুবরণ করেন। প্রসঙ্গত, কুমার বিশ্বজিতের মা ২০১৮ সালে ডা. আশীষ কুমার চক্রবর্তীর উদ্যোগ আয়োজিত ইউনিভার্সেল হসপিটাল কর্তৃক গরবিনী মা সম্মাননায় ভূষিত হয়েছিলেন। এন এইচ, ১২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/35i5tZm
December 12, 2019 at 09:07AM
12 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top