কাঠমুন্ডু, ১০ ডিসেম্বর- দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নেপালের বিপক্ষে হারের ম্যাচে লালকার্ড দেখেছেন জামাল ভূঁইয়া। শুধু তাই নয়, রেফারি ও লাইন্সম্যানের সঙ্গে বাজে আচরণও করেছেন। লাল কার্ড দেখার পর দু হাতে ধাক্কা দিয়েছেন লাইন্সম্যানকে। গর্হিত এসব আচরণের পর নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন তিনি। ম্যাচ কমিশনারের রিপোর্টের ওপর ভিত্তি করে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। রোববার ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জামালকে। প্রতিপক্ষ খেলোয়াড়কে তেড়ে এসে ফাউল করার জন্য ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডের খড়গ নেমে আসে তার ওপর। বিপত্তিটা বেঁধেছে লাল কার্ড দেখার পর প্রধান ও সহকারী রেফারিকে ধাক্কা দেন তিনি। আহত নেপালি খেলোয়াড়ের শরীরে পাও ছুঁইয়েছেন তিনি। যে কোনো বিচারেই ফুটবল মাঠে যেগুলোকে বড় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ম্যাচ কমিশনার যদি তার প্রতিবেদনে রেফারির বক্তব্য উল্লেখ করে এএফসিতে জমা দেন, তাহলেই বড় শাস্তি হতে পারে জামালের। আর/০৮:১৪/১০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LIaH9g
December 10, 2019 at 09:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top